মন কোন অজানার বাঁকে
চেনা অচেনার ফাঁকে,
হারাতে চায়. কোন মোহনায়
এভাবে কি বেঁচে থাকা যায়!
তোমায় হারানো সে দিনের স্মৃতি
লুকানো সে গোপন প্রীতি
আজও খুঁজে হায় মিলনে মোহনায়
বেদনায় এ মন কেঁ....দে যায়....!
আজও ফেলে আসা সেই মধুপুর
বাজায় এ হৃদয়ে.... সূর,
মন বিরহী একা..পাব কি দেখা
এ মন পোড়ে ঘর ভেসে যায়..!
ভালোবাসে বয়ে চলি অবহেলে ক্ষণ
তোমাকে অবাধ্য এ মন,
হবে কি পূরণ এই আশা
তোমাতে আমার ভালোবাসা!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ/০৪ মহররম ১৪৪২ হিজরি/২৪ আগষ্ট ২০২০ খ্রিস্টাব্দ।