জাবির বাবা, ওঠো
ফজরের সালাত পড়ে চলো
স্মৃতি সৌধ-এ যেতে হবে।
আজ যে ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস।
তোমার বাবা যে অপেক্ষায় রয়েছে।
না আমি যাব না।
কোথায় যাবো, কেন যাবো, বলতে পারো?
কে যায় শহীদদের স্মরণ করতে?
এখন তো ওটা স্বার্থ হাসিলের শো-ডাউন মাত্র।
বাবা, দুই মাসের এই আমাকে তোমার কোলে রেখে
মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, দেশকে ভালবেসে, মুজিব-কে ভালবেসে।
আর তো আসে নাই ফিরে।
কে আমাকে দেবে বাবার আদর, বলতে পারো?
আমিও মুজিব-কে ভালবাসি,
মুজিব-কে এনে দাও, আমিও দেশকে ভালবাসব।
দেশের জন্য জীবন দেব।
কেন বাংলার লাখো বীর সন্তান ভাষার জন্য,
দেশের জন্য জীবন দিয়েছিল, বলতে পার?
আজ সেই ভাষা, সেই দেশ কেমন আছে?
বাণিজ্যিক প্রভাবে মায়ের ভাষা হারাতে বসেছে ছোট্ট শিশু,
শহিদ সালাম, বরকত, রফিক জব্বার-দের জন্য বড়ই কষ্ট হয়।
শিক্ষাঙ্গনে নৈতিকতা মনে করিয়ে দেয় ১৪ই ডিসেম্বর এর কথা,
কেন মুনির চৌধুরী, ডাঃ আলিম-রা প্রাণ দিয়েছিল?
আজ রং বাহারি ক্যাসিনো খেলে সং কত ঢং,
কতজন আছে বুকে হাত দিয়ে বলবে "জয় বাংলা", বলতে পারো?
যে "জয় বাংলা" ছিলো মুক্তিযুদ্ধের স্লোগান।
জানি তুমি পারবে না।
যদি ভালবাসতে নাই পার ৫২ এর ভাষা আন্দোলন,
৭১ এর মুক্তিযুদ্ধ, জয় বাংলা, শেখ মুজিব-কে।
তবে কেমনে তুমি ভালবাসবে এই বাংলা
কেমনে থামাবে শত অন্যায়ের বেড়াজাল
কেমনে জানবে বাংলার সঠিক ইতিহাস
কে সংকলন করবে সেই ইতিহাস
কেমনে চিনবে তুমি দেশদ্রোহী
কেমনে ভালবাসবে বাংলা
মা-মাতৃকা-কে।
যেদিন থেকে ভালবাসবে এই বাংলা
এই বাংলার নদী, জল প্রকৃতি
এই বাংলার ইতিহাস
প্রতিটি বছর, প্রতিটি মাস
প্রতিটি সেকেন্ড, প্রতিটি ক্ষণ।
সেদিন আমায় ডাকো-
আমিও যাব শহীদদের স্মৃতি সৌধ-এ,
এই বাংলা-কে ভালবেসে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৭ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/১৪ রবিউস সানি ১৪৪১ হিজরি/১২ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।