রমজান মাস সিয়াম সাধন
অাধার রাতে কুপোকাত,
মেকি মোড়কে নায়ক সাজন
দিন ফুরোলে পদেয় হাত।
তপ্ত গরম লোহার পেশন
দুপুর ঘুমে শিশুর ঘাত,
লেহন পাপীর প্রমোশনে
নেশায় মগ্ন আগামী রাত।
শুদ্ধ সিয়াম সত্য নায়ক
খাটি সভ্যতার প্রমোশন,
পাপ তাপ ত্যাগী প্রত্যয়
সত্য আলো সংযোজন।
এক ফুৎকার দামীয় দম
চলছে ঘড়ি হরদম,
থামবে কাটা সেকেন্ড মিনিট
যখন ছেড়ে যাবে দম।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৫ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/১৩ রমজান ১৪৩৯ হিজরী/২৯ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190