সিয়াম সাধনা দেহমনে সংযম,
আরসে আজীমে মম মুক্তি অনুপম।
প্রার্থনা "রহমান" সদা তোমার তরে,
পূণ্য যা মোর তুমি রেখ মায়ের ঘরে।
মায়ের কাছেই চিনেছি সকল জনা,
তারই ভালবাসায় মুগ্ধ অন্ধকানা।
স্রষ্টা তোমায় চিনেছি মায়েরই মুখে,
সদাই রাখিও আমায় তারই বুকে।
"লা ইলাহা ইল্লালাহ" নেই কোন ভুল
মোহাম্মদ (সাঃ) আমাদের প্রিয় রাসুল।
সিয়াম সাধনা মাহে রমজানে দিক্ষা,
গড়ব জীবন লয় কোরআন শিক্ষা।
মায়ের পা'তলে বেহেশত সন্তানের,
"রহিম" প্রার্থনা মায়ের পদতলের।
# #
"রহমান", "রহিম" = আল্লাহতায়ালার গুনবাচক নাম।
"লা ইলাহা ইল্লালাহ = আল্লাহ ব্যতিত আর কোন ইলাহ/স্রস্টা নেই।
# #
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৫ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/০৩ রমজান ১৪৩৯ হিজরী/১৯ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190