পিথাই সায়রে করে ভিড়
জীবন প্রবাহ হয় অস্থির,
দৈন কুটিরে ফুটো চালা
চাটাই বেড়ায় হিমকালা।
এসিময় পাজেরো কার
চিত্ত বিলাসী জীবন তার,
অভিলাসী গানে বাঁধে সুর
মানবতাহীন মন যে অসূর।
হিম শীতল কাঁপনে হাড়
বেঁচে থাকার কি দরকার,
নীল জল বিলাতি পানে
তবে জীবনের কি মানে।
ধরা তলে ঘুমো ঘোর
আলোকিত মায়া ভোর,
হে মানবতা খোল দ্বার
হীন প্রাণ কর উদ্ধার।
নির্বাচনে গীত প্রাণদায়ী শীত
ফিরে আসুক মানবতায় সম্বিত,
ভোট নেবে নাও শীতকাঁথা দাও
হীন প্রাণপানে এইবার ফিরে চাও।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/১১ রবিউস সানি ১৪৪০ হিজরী/১৯ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।