এই তো সেদিন প্রভাত বেলায়
কুয়াশা ভোর শিশির খেলায়
মেতেছিল এই মন,
প্রভাত রবির আলোক কণা
পথ হারাল দিক অজানা
হীম শীত আলোড়ন।
উষ্ণ পরশ লেপের আদর
কাজের নেশায় শীতের চাদর
যেন দস্যু বনহুর,
ট্রেন বাস আর স্টেশনে
ছুটছে জীবন আপন মনে
যেতে হবে বহুদূর।
হঠাৎ কেমনে আনমনা মন
তাকিয়ে দেখি স্টেশন কোণ
শীতে যবুথবু হাল,
পাগলীর কোলে অনাথ শিশু
নেই তো বস্ত্র এ কোন যিশু
কাঁপে ঠোঁট বেসামাল।
সম্বল ছিলো শীতের চাদর
দিলাম জড়ায়ে উষ্ণ আদর
মানবতার এ মন,
কে তুমি অনাথ শিশুর পিতা
কাঁদে মানবতা শীত সুমিতা
করেছিলে আয়োজন!
প্রভুর ধরায় দিলে যদি শীত
দাওগো এ মনে সাম্য প্রীত
মানবের তরে সবে,
ধনী গরীব এ বিভাজন ভুলে
এক সাথে সবে প্রেম মাস্তুলে
শীত তাপ অনুভবে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৭ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/২৪ রবিউস সানি ১৪৪১ হিজরি/২২ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।