হেমন্ত পার করেই দেশে
আসল ফিরে শীত,
বসন্তেরই আশে সবাই
গাইছে শীতের গীত।
গাছিরা সব মন যতনে
মণ্ডা মিঠাই করে,
গ্রাম শহরের সকল সুজন
চিত্ত হৃদয় ভরে।
কুয়াশা ভোর কাজের লাগি
কৃষক মজুর ছোটে,
শত কষ্ট ভোগের পরেও
সম্মান নাহি জোটে।
হিম শীতের মরণ কামড়
গরীব দুঃখীর ঘরে,
একটু নজর দাও'না প্রিয়
ধনিক তাদের তরে।
সুখে দুঃখে ধনী গরীব
মমতা মোহে থাকি,
ক্ষুদ্র জীবন স্বপ্ন রঙিন
চিত্রপটে আঁকি।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ/০২ রবিউস সানি ১৪৪০ হিজরী/১০ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।