বাংলার বার মাস ষড়ঋতু লয়ে,
বছর ভ্রমন তার শত স্মৃতি সয়ে।
শীতের প্রকোপ আজ তব গায়ে মাখি,
উষ্ণতার পরশ নেই কম্বলে ঢাকি।
দরিদ্র মানব সব শীতেই কাতর,
শত ছিন্ন বস্ত্রে তার ঢাকেনা সতর।
পশুপাখি তরুদল উর্ধ্ব করে শির,
নব পল্লবের পানে অনন্ত অধীর।
দরিদ্র মানব সহ প্রকৃতি ব্যকুল,
ঋতুরাজ বসন্ত আগমনে আকুল।
নব পল্লবিত পত্র জন্মের আহ্বানে,
পাখির কলতান সে সুমধুর গানে।
বাংলার বার মাস ষড়ঋতু দোল,
অপরুপ সুধাময় মমতা কোমল।
# # # (কোন এক বিশেষ প্রিয় ব্যক্তির আহ্বানে শীত নিয়ে এ গীত।
গাই কিভাবে এই শীতের গীত .....................
এ যে বসন্ত এসে গেল।) # # #