২৫শে মার্চ ১৯৭১, রাত ১১:৩০
ঘুমন্ত বাঙ্গালীর উপর নাপাকের আক্রমণ "অপারেশন সার্চলাইট"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১২ জন ছাত্র শিক্ষক সহ
ঐ রাতে ঢাকায় ৭ হাজার বাঙ্গালীকে হত্যা।
নাপাকের দোসর- রাজাকার, আলবদর, আল শামস্।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ,
১৪ই ডিসেম্বর, ইতিহাসের নৃশংস কাল রাত
নাপাকির পরাজয় ক্ষণ, বাংলাকে মেধাশূণ্যের পরিকল্পনা
বুদ্ধিজীবী হত্যা- রায়ের বাজার, মিরপুর
লাশের স্তুপ বধ্যভুমি জুড়ে।
অকাতরে ঝরে পড়ে বাংলার বীর সন্তান
মুনির চৌধুরী, হবিবুর রহমান, সন্তােষচন্দ্র
ডাঃ আলীম, এস কে লালা, মোহাম্মদ শফী
শহীদুল্লাহ কায়সার, রণদা প্রসাদ, সেলিনা পারভীন
আলতাফ মাহমুদ সহ হাজার উর্ধ্ব বুদ্ধিজীবীর লাশ
ফ্যানে ঝোলানো কবি মেহেরুন্নেসার খণ্ডিত মাথা
হায়েনারা কেড়ে নেয় দেশ-প্রেমিক প্রাণ।
শ্রদ্ধেয় শহীদ বুদ্ধিজীবী,
তোমাদের হারানোর শোক-এ আজও এ মন বিরহী কাতর
দোয়া কর, যেন বাংলার প্রতিটি ঘরে জন্ম নেয়-
একজন আনোয়ার পাশা, জহির রায়হান
ডাঃ ফজলে রাব্বী, হেমচন্দ্র বসাক।
রাজাকার, আলবদর, আল শামস্ হটিয়ে আবার যেন
দেশের সেবায় নিয়োজিত হতে পারি আমরা,
ঠিক তোমাদের মত।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/১৬ রবিউস সানি ১৪৪১ হিজরি/১৪ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।