সেলফিস সেলফিতে
ভরে গেছে দেশ,
নিজেকে পণ্য করি
বাজারী আবেশ।
চোখ নাক বাঁকা করে
গহ্বর ফাঁকা করে,
দন্তের মাঝখানে
আলা-জিহ্বা নাচে।
সেলফি স্রোতে আজ
ছোট বড় সব রাজ,
কেমন দেখায় দেখ
সবাইকে যাচে।
চালু ট্রেন লাইনেতে
সেলফিস ছবি পেতে,
মাথা করে কাত
দেয় জীবন নিপাত।
রাজা প্রজা সবখানে
সেলফির আহবানে,
ফেলে রেখে কাজ
তোল সেলফি যে আজ।
সৃষ্টির ভাল দিক
জানি আমি সব ঠিক,
পণ্য না হই নিজে
চল শুরু, সেলফিতে যে..