আজও খুঁজি সেই চোখ
মন মাঝে অপলক,
হয় তো বা আছো বেশ
প্রেম সুধা সন্নিবেশ।
পাছে ভুল ভাবো তাই
অধরা এ গীত গাই,
হয় তো বা কোন দিন
হৃদয়ে বাজবে বীণ।
আজও এ বসন্ত ধরা
তোমাতে পাগলপারা,
অপেক্ষা মননের রেশ
যাচ্ছে তো এই বেশ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ/৯ মহররম ১৪৪১ হিজরি/৯ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।