সেদিন হঠাৎ ঘুমের ঘোরে,
          স্বপন ছড়ায়ে নয়ন জুড়ে
                    জাগলো নিপোবন।
অনেক দিনের আকুল ক্ষুধা,
          উজারি অমিয় প্রেমের সুধা
                    হৃদয়ে অনুরণ।

কামনা মধুর সময় ছিল,
          ভালোবাসা এ'মনে ধরা দিল
                    শয়নে শিহরণ।
প্রজাপতি তার রঙিন পাখায়,
          প্রসারী হৃদয় রঙে মাখায়
                    প্রেমে ভাসায় মন।

ভুতলে শশী বিলায় কিরণ,
          নই সায়রে সপিল জীবন
                    মোহন সম্ভাষন।
আগল ভাঙে হৃদয় দহন,
          বিরহী মগ্ন হরিনী চাহন
                    প্রীতিময় বসন।

হিসাব পাতায় তুষ্টি হরণ,
          শত পূরণ পাঁচ না'বারণ
                    আশাময়ীর তিথি।
মনেরই গোপন সঙ্গোপনে
          ভূবন জড়ানো হৃদয় রণে
                    আগামীর সম্প্রীতি।

ঘড়ির এলার্ম বাজায় ধুম,
          মধুর স্বপন বিদায় চুম
                    প্রভাতের ঐ আলো।
আন্দোলিত মন চোখে স্বপন,
          জীবন গাড়ী অঙ্কুরীত প্রাণ
                    মম অন্তরে জ্বালো।
                    
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/১৯ রবিউস সানি ১৪৪০ হিজরী/২৭ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।