সাগরের নীল জল সমাধী স্বপন,
ধান পোড়া কৃষকের হৃদয়ে বপন।
নীড় ছাড়ে শরনার্থী মসনদ মোহে,
অনুরণ তনুমন ক্ষণ গুনি গ্রহে।
ইফতার ভরপুর কানায় কানায়,
সাওম সে কতদূর বিলাসী ডানায়!
মোহ সুখ তৃপ্তি মুখ অনন্ত বাসনা,
কেমনে রোধিব তারে আকুল কামনা!
অকুল আঁধার ভেদি আলোকিত মোহ,
মানবতা কও কথা হৃদ মম দ্রোহ!
রোদে পোড়া অনাথের বিরহী চাহনি,
সেহরি ও ইফতারে কাছে নাও টানি।
ষড়রিপু মন সুখ শত বুক তার,
সাওম সিয়াম মেনে করি সংহার।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৯ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ/১৭ রমজান ১৪৪০ হিজরি/২৩ মে ২০১৯ খ্রিস্টাব্দ।