রঙিন ভুবন সাত আসমান
এক জীবনের ফাকে,
ঘুরছে চাকা আঁকা-বাঁকা
সময় স্রোতের বাঁকে!

সিন্ধু সেঁচে মুক্ত আনে
কেউবা অলস পার,
জোড়া-তালি যাচ্ছে কারো
গ্যাস্টিকে আলসার!

নাওয়ের মাঝি বৈঠা ফেলে
গীটারে তোলে সুর,
হেমন্ত আর কিশোর কুমার
আজকে অচিন পুর!

রাজনীতিটা রাজার-নীতি
কুমার স্লোগানে টান,
ব্যবসা গরম বেজায় শরম
ধরায় সবই মহান!‍

শিক্ষা আর আদর্শ আজ
হিমের ঘরের জম,
যাচ্ছি কোথায় সভ্য রণে
অসভ্যতা হরদম!

মনের ঘরে চিকন স্বরে
একটি আরজি করি,
ধ্বংসের আগে নতুন করে
সত্য সভ্যতাকে ধরি।

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৫ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ/২৬ রজব ১৪৪৫ হিজরি/০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ।