অধরা এ জীবনের কত তাল লয়,
শ্রদ্ধা ভক্তি বিশ্বাসে ঘর বাঁধা হয়।
দু'কুলের দুটি প্রাণ মোহনায় এসে,
আনন্দ বেদনায় জীবন তরী ভাসে।
ভালোবাসা অনুরাগ বন্ধনে অটুট,
সাথী সুখে মন সদা চার'দিকে ছুট।
কন্টকাকীর্ণ দূর্গম অজানা সে পথ,
মননে প্রত্যয় জয়ের যৗেথ শপথ।
চার হাত এক হলে সুখের ঠিকানা,
সভ্যতায় প্রজন্ম বেঁচে থাকা-কামনা।
সাথী সুখ নিজ সুখ নহে পরাজয়,
তুমি আমি মিলেমিশে আগামীর জয়।
সুখের জামার লাগি ছোটাছুটি সব,
অপূর্ণতায় সাঙ্গ হবে এ কলরব।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/০২ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরী/০৯ জানুয়ারি ২০১৯ খ্রীষ্টাব্দ।