(ছোট্ট সোনামনিদের জন্য)
দাদার কাছে শুনেছিলাম
দেশ স্বাধীনের কথা,
মায়ের কান্না মুক্তিযুদ্ধে
মামা হারানোর ব্যথা।
জাতির পিতা বঙ্গবন্ধুর
৭ই মার্চের ভাষণ,
নির্যাতিত বাঙ্গালীর মনে
শেখ মুজিবের আসন।
ত্রিশ লক্ষ শহীদ
তিন লক্ষ বোন,
হারিয়ে মাকে উপহার
স্বাধীনতা অর্জন।
বাংলা আমার মাতৃভুমি
বাংলা আমার মা,
তোমায় ছেড়ে মাগো
কোথাও যাব না।
সবাই মিলে গড়বো
সোনার বাংলাদেশ,
সুখে দুঃখে ঐক্যতানে
হৃদয়ের সন্নিবেশ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ/০৮ রজব ১৪৪১ হিজরি/০৪ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।