স্বাধীনতা আমার মায়ের মুক্তি আশা,
স্বাধীনতা স্নেহের বোনের কান্না হাসা।
নরপিশাচ হায়েনা রক্ত লিপ্সা মুখ,
লক্ষ শহীদে স্নাত মা জননীর বুক।
যার যা আছে তাই নিয়ে রণ জয়ের,
শুরু প্রতিরোধ শত্রুমুক্ত বিজয়ের।
পদ্মা মেঘনা যমুনা রক্ত স্রোত বয়,
আনলে বিজয়েরই লাল সুর্যোদয়।
হারাবো নাহি আর ওহে জাতির পিতা,
অন্যায়ের সনে নহে কভু আর মিতা।
পাপ যত মোর গিয়েছে ললাটে মেখে,
ধৌত সফেদ করি মা তোর বক্ষ থেকে।
আজ এই দিনে সতত প্রাণের ভাষা,
বিশ্বজয় হোক মোদের প্রাণের আশা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ চৈত্র ১৪২৪/০৮ রজব ১৪৩৯ হিজরী/২৭ মার্চ ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com