সাদা কালো রং লয়ে
রঙিন এর সুর তাল,
থালা বাটি ঝন্ ঝন্
ভাবনার তিন কাল!
ঘুমে ঘোর এ আহ্লাদে
সাথী ঘামে নেয়ে চুম,
সিঁদ ভাঙ্গে দ্বাের টানে
শুকনা পাতার ঝুম!
স্বপ্নিল আকাশ বেড়ি
সুদূরে তে সীমাহীন,
অনিমেষ ধরে সুতো
আশা বুকে অমলিন!
কত শত পাড় ভাঙ্গে
কবরের চৌ-কাঠ,
ঐ পাড়ে আগামীর
স্বপ্ন বাঁচার পাট!
যেতে হবে তবু জানি
অনন্তে-র স্বপন,
ক্ষয়ে রং সাদা কালো
আশায় বীজ বপন!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৬ জৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ/১৭ শাওয়াল ১৪৪২ হিজরি/৩০ মে ২০২১ খ্রিস্টাব্দ।