এক যে ছিল শহুরে বধু
রূপবতী তার নাম,
মানসপটে আঁকা ছিল
তাহার রূপের ধাম।
তাহার রূপে রাত্রি ভোরে
বিমোহিত ছিলাম ওরে,
ঘুম পাড়ানী মাসীপিসী
সঙ্গী ছিল রাতের শশী।
আমি রােজই হয়ে আকুল
সদাই খুঁজি হৃদয় ব্যকুল,
ওষ্ঠে অলির চুম্বিতে সুখ
একাকীত্বের সেই প্রিয় মুখ।
শতক জনা অলির ভীড়ে
হৃদয় খুঁজে শুধুই তারে,
হারিয়ে গেল সেই মধুমুখ
হৃদয়ে মোর লাগিল দু'খ।
তাহার রূপের উদাসী হাওয়া
ভালবাসা এ মনের চাওয়া,
তাহার প্রেমে চিত্ত সদা
হই যে আকুল প্রিয়ংবদা।
কোথায় বল পাব তারে
খুঁজে ফেরে হৃদ মাজারে,
সুখে না হয় নাইবা পাব
একাকীত্বে তার সঙ্গী হব।