সেই সে রুপালী চাঁদ
ভালোবাসার নীল বাঁধ
বেঁধেছিল মন তোকে নিয়া
প্রিয়া আমার প্রিয়া--------
প্রেমেতে পাগল এই হিয়া--
প্রিয়া আমার প্রিয়া--------
প্রিয়া আমার প্রিয়া--------
আজও সে রুপালী চাঁদ
জানালায় আলোক ফাঁদ
ভাঙা এই মনে দু'খ নিয়া
প্রিয়া আমার প্রিয়া--------
প্রেমেতে পাগল এই হিয়া--
প্রিয়া আমার প্রিয়া--------
প্রিয়া আমার প্রিয়া--------
না বলা গোপন প্রেম
কি যে ছিলো লেনদেন
রাতের বাঁশিতে সুর দিয়া
প্রিয়া আমার প্রিয়া--------
প্রেমেতে পাগল এই হিয়া--
প্রিয়া আমার প্রিয়া--------
প্রিয়া আমার প্রিয়া--------
সেই সে রুপালী চাঁদ
ভালোবাসার নীল বাঁধ
বেঁধেছিল মন তোকে নিয়া
প্রিয়া আমার প্রিয়া--------
প্রেমেতে পাগল এই হিয়া--
প্রিয়া আমার প্রিয়া--------
প্রিয়া আমার প্রিয়া--------
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৫ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/২১ সফর ১৪৪১ হিজরি/২১ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।