কত মাঠঘাট কত বুনোষাট
কত জলাধার পেরিয়ে,
আসিয়া বঙে মিলিয়া অঙ্গে
জনম জীবন হেরিয়ে।
কত বনিকের বানিজ্য ধ্যান
কত ব্যবসার সমাহার,
একই অঙ্গে কতনা রঙে
শতেক নীতির ব্যবহার।
কত আউলিয়া গাউস কুতুব
ধর্ম প্রচার কর্মে,
বিলাতী বেনিয়া নীল চাষীরা
কতনা রঙিন বর্মে।
বাংলার নীড়ে কতশত বীর
করেছে বিশ্ব জয়,
বিজয়ের বীন রক্তের ঋণ
নাহিকো তারই ক্ষয়।
আজও বাংলার রক্তের ধারা
খুঁজিয়া বিশম খাই,
শত বীরের মাঝেও বেইমান
মোশতাক কোথা পাই!
কিভাবে শোধিব রক্তের ঋণ
কেমনে মোছিব কালো,
অভাগী জননী বাংলা মা-কে
কিভাবে বাসিব ভালো।
রক্তের শত পাপতাপ যত
আজিকেই কর ছাপ,
জেগেছে তরুন কিশোর দামাল
হবেনা কোনই মাফ।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১২ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/১৫ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/২৭ আগষ্ট ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190