এশিয়া কাপ মোড়ল বাপ
দেখিল বিশ্বের সবে,
যতই ভালো প্রভাতী আলো
তোমার তরেই হবে।
ক্রিকেট খেলা প্রীতির মেলা
একই সুতোয় গাঁথা,
পিছনে তার রূপের বাহার
অনিয়ম জাল পাতা।
গেলাম হেরে পেলাম ফিরে
একই মহান গীত,
শক্তিই যার ভক্তিই তার
নৈতিকতা হীন প্রীত।
আদর্শ আর নীতির কথা
শিকোয় উঠানো থাক,
ক্ষমতা যার বিজয় তার
লিটন আউট যাক।
সন্ত্রাস আর রুধিতে জঙ্গি
কত শিশু বলিদান,
আপন কর্ম ব্যবসা ধর্ম
নেতা তুমি সুমহান।
আইসিসি সবে করে ছিছি
আসবে সুদিন তবে,
বঙ্গ দামাল ধর সামাল
জগত বিজয় হবে।
২৯/০৯/২০১৮ইং