কাঁদিস না রে হাসু বু তুই
কাঁদিস না রে আর,
তোর মত আমারও বোন
পিতাকে দরকার।
পলাশী থেকে নাপাক চালে
বাংলা ভাষা খাবে কি ছলে
প্রাণের বলিদান,
বীর বাঙ্গালী চেতনা ডাক
মুজিব কন্ঠে হুঙ্কারী হাক
স্বাধীনতা সম্মান!
মুয়াজ্জিনের আযান ভোরে
পাখি ডাকা সে ঘুমের ঘোরে
উঠলো কেঁপে প্রাণ,
রক্তে ভাসায় মায়ের কোল
শ্রেষ্ঠ সন্তানে খুবলে খোল
এই তব প্রতিদান!
কে ছিলো সেই হায়েনা পশু
কি ছিলো তার সখ,
ইতিহাস সে দর্পণে মুখ
এক পা সাদা বক!
আজ ভোরে আযানের ধ্বনি
কম্পিত মন মুজিব বাণী
"এবারের সংগ্রাম"
জাগে চেতনা বাঙ্গালী প্রাণে
হায়েনা বধ হৃদয় রণে
বিজয়ের সংগ্রাম।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ/২৪ জিলহজ্ব ১৪৪১ হিজরি/১৫ আগষ্ট ২০২০ খ্রিস্টাব্দ।