রক্তে কেনা এই স্বাধীনতা
কারো দানে পাওয়া নয়,
ত্রিশ লক্ষ শহীদের রক্তে
মুক্ত স্বাধীন বাংলা হয়।
যায় কি ভোলা ইতিহাসের
অমানিশা সে সব দিন,
পঁচিশে মার্চ কালো রাতে
বাঙালির বুকে হায়েনা বীণ!
দুই' শো বছর ইংরেজি কর
তেইশ বছর রোজ নাপাক,
মায়ের সম্ভ্রম বাঁচাতে ছেলে
বদ্ধ ভূমিতে মরনের ডাক!
সেদিন ছিলো মাতাল তালে
মৌ লোভীদের ধর্ম বান,
আজও বাজে ঈশান কোনে
নতুন সূরে পুরানো গান!
ফিরবে কবে চেতন মনের
কোথায় পাব সেই সে বীর,
বীর বাঙালি দেশের প্রেমে
মন চেতনায় হয় অস্থির!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৭ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ/১৬ শাবান ১৪৪২ হিজরি/৩১ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ।