রোহিঙ্গা কুমারী কন্যার ঘরে
উদিল নিশিতে চাঁদ,
অঙ্গেতে লাগিল কালিমা কালি
জন্মের দেয়নি বাঁধ।

সমর তিমিরে জননী জায়া
কুমারী কন্যার ভালে,
কতনা হায়েনা লোলুপ অগ্নি
লেহন প্রমেহ ঢালে।

কুমারী মায়ের কৃপায় জন্ম
কেন'সে রূধিবে সৃষ্টি?
বিধাতা তোমার অমোঘ কৃপা
মানব সভ্যতা দৃষ্টি?

বিবেক বোধন তোমাকে পুঁজি
তোমার জনক কে'বা?
কুমারী কন্যার অনাথ শিশু
জঠরে গুজিলে যে'বা।

শিশুর জন্মের কাহিনী খুঁজি
কেন'বা পিতার নয়?
সমাজ সভ্যতা লুকানো পশু
বিচার তার'কি হয়?


# #
আজ খবরের কাগজে দেখলাম, নিযাতিত রোহিঙ্গা কুমারী মায়ের জঠরে জন্মানো শিশুকে নিয়ে খবর ছাপা হয়, কিন্তু যে নরাধম এই শিশুর জনক তার বিচারের কি হবে, তা বোধগম্য নয়। মানব সভ্যতার বিবেকের কাছে তাই ক্ষুদ্র এ ফরিয়াদ সে কুমারী বোনের জন্য।
# #

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ/১২ শাওয়াল ১৪৩৯ হিজরি/২৭ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +8801715244190