বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে রাত্রি দুপুর,
বৃষ্টি পড়ে রোদন ঝরে
বৃষ্টি ভেজা হৃদয় নীড়ে।
এখন সময় ভীষন গরম
কতক জনের নেইকো শরম,
বিদ্যা শিক্ষা দেয় বিকিয়ে
আম-জনতা রয় তাকিয়ে।
নবাব পুরের নবাব যত
সদাই আমোদ প্রমোদ রত,
রাস্তার পারে নেড়ি কুকুর
খায় গিলে মধ্য দুপুর।
পথের পাশের পাগলা কানাই
দিনোমান তার জানা নাই,
ডাস্টবিনের ওই ময়লা হতে
খাবার খুঁজে দিনে রাতে।
ঝরনা ঝরে পাহাড় বেয়ে
আনন্দ তার কান্না লয়ে,
মেঘের বক্ষ ছিন্ন করে
বৃষ্টি ঝরে প্রবল ধারে।
তনুর করুন আর্ত দৃষ্টি
রুধিলো কি সমাজ কৃষ্টি?
মানব মোরা নিজেই নিজে
জানোয়ার বাস তন্ত্ত বীজে।
হৃদয় কান্না প্রবল ধারে
অন্তপূরের ঐ বন্ধ ঘরে,
মনের পশু-কে করি সংহার
নব প্রজন্মের জন্য উপহার।