এ মনের উদাস জমি আগাছায় দখল নিলে,
জুয়া পাঠ রঙ্গনীতি সভ্যতা বেসম খেলে!
কমিশন নয়কো ভীষণ তবু ও তো চলছে বেশ,
লুঙ্গি ধররে জোরে ন্যাংটা হলেই শেষ!
কেমনে হুস হবে তোর ঘুমের ঐ বড়ি খেলে,
আগামীর কান্ডারী তায় মরণের নেশা পেলে!
বাজারে আগুন গরম সবেতে নয়কো ধনী,
আলাদিন চেরাগ কিংবা ঝিনুকের মুক্ত মণি!
চাটছে চামার চাটুক থামা রে এবার তবে,
হারালে নরম আসন ভেবেছো কি অনুভবে!
ভাঙ রে ঘুমের নেশা বাহুবল নয় তো পেশা,
জ্ঞানের প্রদীপ জ্বালো আঁধার এই অমানিশা।
বাঁচাও তরুন নবীণ আগামী ঝড়ের দিনে,
রোধিতে ধ্বংস জনম এক্ষুনি নাও না চিনে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/১৩ সফর ১৪৪১ হিজরি/১৩ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।