কেমনে তোমাকে প্রিয় ভালোবাসি বলো,
বিরহ যাতনা মন আঁখি টলমল।
আবরার জননীর দ্রোহী কন্ঠস্বর,
নিমেষে ধ্বংস হয় স্বপ্ন বাতিঘর।
হায়েনা রোজ খুবলে বাংলার খুলি,
ক্যাসিনো বাসনা ছিল রঙ ডাংগুলি।
ঘুনে ধরা তোলা জং বিভীষিকা মম,
তুলছে মাতম ফনা বিষধর সম।
বিজনে সুজন ফেলে বলো তুমি কার,
মরিচিকা হাতছানি মোহে অন্ধকার।
সোনার ফসল গোলা কৃষকের আশা,
বানে ভাসে জননীর প্রেম ভালোবাসা।
আর কত আবরার বারবার প্রাণ,
জননী বাংলা মার বাঁচাবে সম্মান!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ/০৯ সফর ১৪৪১ হিজরি/০৯ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।