(যদিও তিলক/ফোঁটা এবং সুতা/রাখি বন্ধন সকল ধর্ম সাপোর্ট করে না, তবুও বন্ধুবর মানব সরকার এর আহ্বানে এ চেষ্টা। ভুলত্রুটি মার্জনীয়)
কার্তিক শুক্লের দ্বিতীয় ভোরে
শুদ্ধ বস্ত্রে স্নানটি সেরে,
বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে
চন্দন ফোঁটা ভাইয়ের কপালে।
নবকুমার বধে সুভদ্রার দ্বারে
শ্রীকৃষ্ণ যায় বোনের ঘরে,
দাদার ভক্তি ও মঙ্গলাকারে
ফুল- মিষ্টান্নতে আরতি করে।
যমের দুয়ারে দিতে কাঁটা
যমুনার যমরাজকে ফোঁটা,
লক্ষ্মী ডাকে বলী-কে ভাই
বিষ্ণু-কে তার উপহার চাই।
"ভাই ভাই এক ঠাঁই"
বঙ্গভঙ্গের প্রতিবাদ তাই,
ত্রিশে আশ্বিন রবী'র দলে
হলুদ সুতোর বন্ধন মিছিলে।
ইতিহাস খুলে দেখতে পাই
রাখিবন্ধন এ সম্প্রীতি চাই,
পৌরাণিক বা অন্যান্য রীতি
ভাইয়ের মঙ্গলে বোনের আরতি।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ/২২ জিলহজ্ব ১৪৪১ হিজরি/১৩ আগষ্ট ২০২০ খ্রিস্টাব্দ।