দর্পনে যুবকের তৃপ্ত মগ্ন দিল্খোশ,
আধপোড়া চাঁদ রুটি চলছে উপোষ।
সুনীল সীমানা মিশে যেতে হবে দূর,
কামনা প্রণয় হুর কতদূর অন্তঃপুর।
তারই আশে স্বপ্ন ভাসে মর্ম কাননে,
যতনে পুতুল গড়ে নিবিড় মননে।
শুভক্ষণে তনুমনে যুব স্বপ্ন ঠাসা,
পুতুল কয়'না কথা তবু মনে আশা।
প্রভু তুমি বানী দাও পুতুলের মনে,
ভালবাসা প্রীতিমোহ মানব জীবনে।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৩ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/০৮ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/১৭ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।