সাতশ সত্তর কোটি মানবের মাঝে,
পুঁজিবাদ প্রভূত্তের জয়োল্লাস বাজে।
দাদা জান মুখে পান আদার জিঞ্জার,
ছোট্ট জনা ছাও পোনা পদতলে তার।
কালো সাদা বলো দাদা কোন রং খাঁটি!
রূপে যাদু হাদা কদু গুণে পরিপাটি।
রোধ ঋণ স্বাস্থ্য হীন কঙ্কাল আকার,
নাও তুলে মূলে ঝুলে ডাক পরপার।
পুঁজিবাদ বর্ণবাদ মুছো এ সমাজে,
মানবতাবাদ তোল মানবের মাঝে।
ঋণ মুক্ত ভবে সবে বাঁচিবার চাই,
প্রকৃত রূপ বিগ্রহে কোন পথ নাই।
পুত্তিকা বাঁচার আশে দ্বিপ পায়া ভয়,
মানবতা ইতি কথা পুঁজিবাদে ক্ষয়।
# হাদা = স্বাদ/গন্ধহীন
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১৩ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/২৯ সফর ১৪৪১ হিজরি/২৯ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।