প্রভাত রবি জাগো সবাই আঁখি মেল,
আগামী দিন বাজাব বিন বেলা হল।
অলস ঘুমে অমূল্য ক্ষণ গেল চলে,
সু মিতা মন পুষ্প বাগে সাজাব বলে।
মায়ের শাড়ি মন বাড়ি সবুজ জমি,
রক্তবিন্দু বিষাদ সিন্ধু হৃদয় ভূমি।
স্মৃতির ব্যথা প্রীতির কথা চিত্তে ধরি,
প্রভাত আলো হৃদয়ে জ্বালো মর্মে গড়ি।
এসেছে ক্ষণ মনের রণ আলো দিশা,
মোছ মায়া অন্ধ কায়া ওই অমানিশা।
জাগো তরুণ তোল অরুণ উর্ধ্বে পাল,
ঘূর্ণি ঝড় রঙ বাহার আগামী হাল।
অন্ধকারের বন্ধ ঘরে দেবই তালা,
মায়ের জমি মাতৃভূমিতে আলো জ্বলা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৯ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ/১৫ রবিউস সানি ১৪৪০ হিজরী/২৩ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।