প্রভাত ফেরী প্রভাত ফেরী
আমায় সঙ্গে নাও,
ঘাসের ডগায় মুক্তোদানায়
হৃদয় ধুঁয়ে দাও।
প্রাভাতিক ঐ রবীর কণা
দিবস দীপ্তি জ্বালো,
অন্ধকার ঐ বন্ধ কুটিরে
জ্বালাও ধ্রুব আলো।
পাখ পাখালি চঞ্চু কিচির
মধুর সুরে গান,
অম্নি আত্মজ শব কুসুমে
ফোঁটাও কলি প্রাণ।
বেগ পবনে নীল সলিলে
বীরত্বে বলিয়ান,
শুন্য খাঁচায় পাখির বক্ষে
শুদ্ধত্ব্যে মহিয়ান।
প্রীতি রয়েছে অন্য জীবনে
নেই আজ মানবে,
কেবলি হায় পাছে রাপ্তায়
মোহে অন্ধ দানবে।
থামাও ঘুটি চাপিয়া টুটি
শান্তি অমিয় বায়,
আজকে শিশু আগামী যীশু
আসঙ্গ পেতে চায়।
প্রাত দুপুর সন্ধ্যা ফুরোলে
শ্যাম কৃষ্ণাভ নিশা,
জাগো নবীন বৃদ্ধ প্রবীন
আগামী প্রাত দিশা।
আগামী প্রাত আলোক বাত
হৃদ মম বাসনা,
আঁধার ছেদি মানব হৃদে
প্রভু তোমা কামনা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৩ আশ্বিণ ১৪২৫ বঙ্গাব্দ/২৭ মহররম ১৪৩৯ হিজরী/০৮ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com