হয়তো ফিরে আসবে হয়তোবা নয়,
তবু কেন ফিরে পেতে মন শুধু চায়?
কত শত অনাদর আর অবহেলা,
বিদ্রোহ প্রতিরোধেই বয়ে চলে বেলা।
কত মননে দ্রোহ লক্ষ প্রাণের আশা,
এগার বীরের তরে সব ভালবাসা।
নয়নের নোনা জলে বাঁধভাঙ্গা ঢেউ,
ক্রন্দনে মোদের হেথা সাথী নেই কেউ।
ওঠো বীর আগুয়ান মননের বল,
উচ্চে শির সম্মুখে তুই চলরে চল।
বক্ষে লাল সবুজের পতাকার মান,
ছিনিয়ে আনরে তব বিজয় নিশান।
মায়ের লাগিয়া যারা দিয়েছিল প্রাণ,
তাদের জন্য বিজয়, প্রাণের আহ্বান।
×× ষোল কোটি জনতা বাংলার দামাল ক্রিকেট দলের সাথে রয়েছে সর্বদা। আজ নয় কাল, বিজয় নিশান উঠবেই, সেই মম প্রত্যাশা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল সদা ভালবাসা অফুরান। ××
E-mail: zahidmadaripur@gmail.com