লুকিয়ে খুঁজেছি কত বার কত ভাবে,
কবিতার বইয়ে লুকানো ভাঁজ করা
টুকরো কাগজে "ভালবাসি" চিরকুট।
কি এক অজানা শিহরণ, পুলকিত
তনুমন। কে লিখেছে? কার জন্য এই
লেখা? সমুদ্রে প্রবল বান। তীর ভাঙা
ঢেউ। হয়তো বুঝিনি সেদিন, তুমিও
বলনি মুখে। প্রযুক্তি আজিকে উন্নতি,
বিশ্ব এখন হাতের মুঠোয়। তথাপি,
তোমার নয়নতারা কেড়েছিল মোরে
কোন এক খেয়ালী নেশায়। চোরাবালি
তীর ধরে কত ক্রোশ হেটেছি আঁধারে।
হয়নি জানা, এখনও খুঁজি উত্তর।
সেই কি আমার প্রথম প্রেমের পত্র?
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২০ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ/২৩ জিলহজ্ব ১৪৩৯ হিজরী/৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190