হয়নিতো বলা তোমায় কভু
উতলা কাননে প্রেম অনুরাগে,
প্রথম প্রেমের শিহরণ জাগে
জানেন শুধুই প্রিয়জন প্রভু।
কিশোর কুমার মনের ভাষা
চোখের স্বপ্ন সেই প্রিয়'মুখ,
লাজে রাঙ্গা বাসন্তী চিবুক
মিষ্টি প্রীতির মধুর আশা।
শত পার্বনে স্বপন হৃদয়ে
সাধ্যে প্রীতি উপহার বন্ধন,
অজানা কারণে মন ক্রন্দন
ব্যর্থ হতাশায় যায় ক্ষয়ে।
আজও স্মৃতিপটে সেই মধু'মুখ
ভাবনা তোমাতে মন ব্যকুল,
কোথায় কেমন সেই প্রেমফুল
হৃদয়ও কুটিরে ভালবেসে সুখ।
হয়নিতো বলা ভালবাসি তায়
প্রথম প্রেমের বাসন্তী বায়,
সদাই হৃদয়ে প্রেম উছলায়
ভালবাসি তারই সুখ কামনায়।
চঞ্চল মন ভালবাসা চায়
শুদ্ধ প্রেমের সুখের স্মৃতি,
মনের গভীরে অনির্বান প্রীতি
কেউবা হারায় কেউ পায়।
আজ যে'সাথী ভালবাসা মোর
সুখ'দুখ সয়ে প্রীতির বাসর,
প্রেমময় ডােরে বাধা এ'ঘর
নতুন আবীরে রাঙ্গানো ভোর।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৬ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ/২ শাবান ১৪৩৯ হিজরী/১৯ এপ্রিল ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190