ধ্বংসের ভেতরে নব সৃষ্টির হাসি,
কাল স্মৃতি মুছে আগামীকে ভালবাসি।
স্বাগত নবীন প্রভাত রবির কণা,
আশাতুর মন জীবনের আলপনা।
কত নিশি গেল মদচিত্ত মোহ সুখ,
নিজেকে খুঁজি আপনার হতে বিমুখ।
ক্ষণকাল হেথা কি লােভে মাগি তামসী,
মসি ফেলে কেন হাতে রক্ত রাঙ্গা অসি?
স্মরণে জয়তু প্রনতি তোমাতে বীর,
জাগ্রত হৃদয়ে অনুক্ষন অনাদির।
একই বিশ্ব স্রষ্টা ধরা সবার তরে,
নয় কভু বিদ্বেষ জাত শ্রেনী অন্তরে।
শিক্ষা শান্তি সভ্যতা চেতনার প্রত্যয়,
আগামীর বিশ্ব হোক শুদ্ধ প্রেমালয়।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/১৫ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/২৪ নভেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।