বাংলার সকল দামাল ছেলেরা
অবাক তাকিয়ে রয়,
ললনার উন্নত শীরে-ই মুকুট
ক্রিকেট এশিয়া জয়।

একাগ্রতা আকাঙ্খা মননে প্রত্যয়
অটুটু বন্ধন লয়ে,
গৃহের কোনেতে রেখ'না বাধিয়া
জগৎ সৃষ্টির জয়ে।

মননের প্রত্যয় দামাল তমাল
ললনা কৃষক সবে,
দূর্নিবার জয়ের কামনা মিলনে
পুষ্পিত বিকাশ হবে।

একতার বন্ধনে দু'জনে দু'হাতে
গড়িবো মায়ের বাসা,
কুঁড়েঘরে নিবাস নেইতো রোদন
স্বপ্নও সফেদ আশা।

জন্মভুমি জননী বাংলা মায়ের
রূপের নেইকো শেষ,
ভালোবাসা অটুট বন্ধন সতত
নিখাদ প্রেমের রেশ।

# #
১০.০৬.২০১৮ইং তারিখ বাংলার মেয়েদের এশিয়া কাপ (টি-২০) জয়ে সকল বোনদের উদ্দেশ্য ক্ষুদ্র এ শুভেচ্ছা উপহার।
# #

স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৮ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/২৫ রমজান ১৪৩৯ হিজরী/১১ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ।
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +8801715244190