প্রকৃতির এ কোন খেয়ালে
খেলিছো প্রলয় খেলা,
জানিনা কোন সত্য ধ্যানে
ভাঙ্গিছো মানব ভেলা। -(ll)
আজ অনাথ যিশু এ ছোট্ট শিশু
কাঁদিছে আছাড়ি প্রাণ,
কেমনে শোধিব হে জগৎ স্বামী
বিরহী বাসর এ গান।
খেলা সংহারী করুণা তোমারই
বাঁচাও মানব ভেলা,
প্রকৃতির এ কোন খেয়ালে
খেলিছো প্রলয় খেলা।
এ সৃষ্টি তোমার মিথ্যা বিদূরে
বাঁচাও সত্য প্রাণে,
পলকে আলো জ্বালাও ঝলকে
তোমার সৃষ্টি গানে।
খেলা সংহারী করুণা তোমারই
বাঁচাও মানব ভেলা,
প্রকৃতির এ কোন খেয়ালে
খেলিছো প্রলয় খেলা।
প্রকৃতির এ কোন খেয়ালে
খেলিছো প্রলয় খেলা,
জানিনা কোন সত্য ধ্যানে
ভাঙ্গিছো মানব ভেলা। -(ll)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ/১৫ শাবান ১৪৪১ হিজরি/০৯ এপ্রিল ২০২০ খ্রিস্টাব্দ।