আস্ সলাতু খাইরুম মিনান নাউম...........(II)
সত্য সুন্দর ও আলোক বিকাশে
এ ধরায় দাও ভরিয়া,
তুমি অজর প্রিয়
ওহে মোর প্রভু প্রিয়।
যত ভেদ ছাড়ি হৃদয় বিতাড়ি
মন কালি দাও মুছিয়া,
তুমি ব্রহ্ম প্রিয়
নিরাকার বিশ্ব প্রিয়।
সৃষ্টি সুন্দর এ সবই ভব লাগি
কত সুধা দিলে ভরিয়া,
তুমি খোদা প্রিয়
নিরঁজন অক্ষর প্রিয়।
তোমারই পানে শত সুরও গানে
হৃদয়ে প্রীতি ধরিয়া,
অমত্র্য ঋভু প্রিয়
প্রেমসুরে দাও ভরিয়া।
আস্ সলাতু খাইরুম মিনান নাউম...........(II)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৪ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/২৯ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/০৮ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।