প্রীতিলতা প্রেমগাথা মায়ার বাঁধন,
অপরূপ রূপসুধা উতসিক্ত মন।
বুকচেড়া শিথিপথ পাহাড়ের ফাঁকে,
সমতল নাইকুন্ড সুরে পাখি ডাকে।
কলকল পয়স্বিনী ধায় পারাবার,
সবুজ শ্যামলা প্রিয়া রূপের আঁধার।
বক্ষে লয়ে সৃষ্টি জন্ম প্রীতির বন্ধন,
জন্মশিশু ধর বুকে বিদায়ী ক্রন্দন।
তোমার রূপে মত্ত সদাই বঙ্গমাতা,
হৃদয়ে ব্যথা আর্তনাদের কাব্যকথা।
উদার করে দিলে সঞ্চিত রূপরশ,
কিভাবে যাই'গো ভুলে স্মৃতির পরশ।
ঋতুযান ধাবমান ষড়রূপে আশা,
শীত বসন্ত চাই তোমার ভালবাসা।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২১ অগ্রহায়ন ১৪২৫ বঙ্গাব্দ/২৬ রবিউল আউয়াল ১৪৪০ হিজরী/০৫ ডিসেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ।