মরার আগে...
ও মন... মরার আগে,
ও তুই মরার আগে দেখনা রে মন
একবার মরিয়া।
ও তুই দেখলি রে মন দুনিয়াদারী
নয়ন ভরিয়া।
ও মন... মরার আগে,
ও তুই মরার আগে দেখনা রে মন
একবার মরিয়া।
ও মন... রঙের মেলায়
ও তুই রঙের মেলায় খেললি খেলা
আমোদ করিয়া।
নিত্য নিলি সব কিছুই তোর
কোঠর ভরিয়া।
মরার আগে দেখনা রে মন
একবার মরিয়া।
মন মরার আগে দেখনা রে তুই
একবার মরিয়া।
কার প্রেমে মন...
ও মন কার প্রেমে তুই রইলি পাগল
দিবস দিওয়ানা।
প্রেমিক পাগল কোন জনা মন
তাই তো চিনলি না।
মরার আগে দেখনা রে মন
একবার মরিয়া।
মন মরার আগে দেখনা রে তুই
একবার মরিয়া।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ/০৮ শাওয়াল ১৪৪০ হিজরি/১২ জুন ২০১৯ খ্রিস্টাব্দ।