আমার মন ভালো না গো
দিল ভালো না
প্রেমের খেয়া ভেসে যায়- (ll)
আমি বুঝলাম না এই মন মন্দিরা
বুঝলাম না তার প্রেমের ধারা,
সে ক্ষণে হাসায় ক্ষণে কান্দায়
কোথায় যে পালায়।
আমার মন পবনের খেয়াতরী
যায় রে ভেসে যায়।
ভালোবাসার স্বপ্ন বুকে
মিছে মরি প্রেম অসুখে,
অপেক্ষায় মন তারই আশায়
যায় রে ভেঙে যায়।
আমার মন পবনের খেয়াতরী
যায় রে ভেসে যায়।
আমার মন ভালো না গো
দিল ভালো না
প্রেমের খেয়া ভেসে যায়- (ll)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ/২৫ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/২৩ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।