প্রথম প্রেমের চিঠি না বলা সে পদ্ম
নিষ্ফলা স্রোতে ভাসা নৌকায় আবদ্ধ
এত দিন পরে হায়,
মন মাঝে উতলায়
কেমন আছো তুমি, ভালো আছো নি?
শত স্মৃতি বুকে লয়ে,
চাপা শোক স্মৃতি বয়ে
আমাকে তোমার আজো, মনে পড়ে কি?
সেই চোখ সেই মুখ মায়াবী সে উন্মুখ
শত আসা ভালোবাসা স্বপ্ন সাধের সুখ
আজ তুমি দূরে হায়,
এ মনের কামনায়
যেথায় থাকো তুমি, ভালোই থাকো।
নতুন গানের কলি,
দোতরায় সূর তুলি
রঙ-ধনুর সাত রঙে, ছবিটি আঁকো।
প্রথম প্রেমের চিঠি না বলা সে পদ্ম
নিষ্ফলা স্রোতে ভাসা নৌকায় আবদ্ধ
এত দিন পরে হায়,
মন মাঝে উতলায়
কেমন আছো তুমি, ভালো আছো নি?
শত স্মৃতি বুকে লয়ে,
চাপা শোক স্মৃতি বয়ে
আমাকে তোমার আজো, মনে পড়ে কি?
প্রথম প্রেমের চিঠি না বলা সে পদ্ম
নিষ্ফলা স্রোতে ভাসা নৌকায় আবদ্ধ..
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১০ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ/২৫ জিলহজ ১৪৪৩ হিজরি/২৫ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ।
# (সাদা-সাদা কালা-কালা গানে উদ্বুদ্ধ হয়ে একটু চেষ্টা মাত্র, ভুলত্রুটি মার্জনীয়।) #