প্রেমী এ'মন আপন কর
প্রেমের আয়ু কেমন তর
বলতে পারো!
প্রেমে স্বরূপ অরূপ ধুপে
হৃদে স্বপন জ্বলন চুপে
কিসের তরো!
আত্ম মোহের সুখের লাগি
প্রেম বিরহী মন বিবাগী
পায় কি ভোগে!
প্রেমের ধারা ভীষণ চড়া
বন্ধনে সুখ নয়তো খরা
কোন সে যোগে!
জীবন মরণ ঘূর্ণিপাকে
প্রেম বিরহী জীবনটাকে
এ কোন যানে!
তবু এ'মন প্রেম পিয়াসী
দিবস রাতি স্বপন ভাসি
কার সে টানে!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ/২৮ রবিউস সানি ১৪৪১ হিজরি/২৬ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।