চিতার অনল জ্বালিয়ে বুকে
হৃদয় পুড়ে ও হলে খাক,
অন্তরে যার পাষাণ বেড়ি
সেই'কি তবে শুনবে ডাক!
কোন কাজলে লুকাও আঁখি
হৃদয় ভাঙে এ বানের ঢেউ,
হাসির তলে হারান ক্ষত
দেখে না সেই আপন কেউ!
কার জন্য এ অপেক্ষা মন
ছিলো'কি তা তোমার ভাগ,
ভুলতে আজও পার'নি তো
ঠোঁটে চড়ের লালচে দাগ!
প্রেম বুঝি হায় এমন করে
পোড়ে জীবন পোড়ে মন,
তাজ মহলে সান বাঁধাতে
চলছে এ সকল আয়োজন!
কেমনে বলি কেমনে চলি
কেমনে করি সে প্রতিরোধ,
ভাঙলে কবি প্রেমের ছবি
ঠুনকা প্রেমের অহংবোধ!
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ৩০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ/২৭ সফর ১৪৪২ হিজরি/১৫ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ।