এই চোখের তারায় কান্নার জল দেখলো না-- সে
এই বুকেতে জমানো বিরহের ঢল জানলো না সে,
সে যে বড়-ই অভিমানী--
জানি--ই আমি--- জানি-
সে শত ব্যাথা বুকে সয়ে শুধু ভালোবাসে আমাকে-।
এই তো সেদিন বিকেল বেলায় কানামাছি লুকোচুরি
না পেয়ে আমায় বেদনায় লীন সুতো ছেঁড়া কোন ঘুড়ি,
তার বুক ভাঙে চোরা ঢেউ
দেখলো না---- তো কেউ
সে পোড়ামুখী শত দুঃখে তবু ভালোবাসে আমাকে-।
সে যে রূপকুমারী মায়ায় ভারী সবুজ শ্যামল বুকে
ও তায় ঋতুর ধরায় বন্যা খরায় ভাসায় সুখ অসুখ,
সে যে বড়-ই অভিমানী--
জানি--ই আমি--- জানি-
সে শত ব্যাথা বুকে সয়ে শুধু ভালোবাসে আমাকে-।
এই চোখের তারায় কান্নার জল দেখলো না-- সে
এই বুকেতে জমানো বিরহের ঢল জানলো না সে,
সে যে বড়-ই অভিমানী--
জানি--ই আমি--- জানি-
সে শত ব্যাথা বুকে সয়ে শুধু ভালোবাসে আমাকে-।
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ১১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/২৭ সফর ১৪৪১ হিজরি/২৭ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ।