আজো ভাসে তোমারই চোখ
মন গহীন এর আয়না
প্রথম প্রেমের মধুর স্মৃতি
ভুলে থাকা যায় না।
প্রেমে তে মন না মজিলে
প্রেমিক হওয়া যায় না ll
আত্ম মোহে মগ্ন যে'জন
সে জন প্রেমিক নয়
অলংকার গড়িতে সোনা
পুড়ে ই খাঁটি হয়।
ভবে কেন চলছে শুধু
মিথ্যে প্রেমের বায়না ll
চলছে এ জীবন তরী
তুলি যে দু'হাতে ভরি
প্রাণ পাখি হঠাৎ করে যায় গো দেহ ছাড়ি।
প্রেমেই সৃষ্টি বিশ্ব ধরা
প্রেমিক কারিগর
প্রেম বিহনে এ সংসারে
বেঁধেছে কোন ঘর।
ঘরের খুঁটি বন্ধন ছাড়া
শক্তিশালী হয় না ll
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ২৯ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ/১৬ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি/১৪ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ।