হে প্রভূ দয়াময় রহিম রহমান,
সতত এ ধরা মাঝে চির বহমান।
সকল সৃজন যবে তোমারই তরে,
দোয়া মাঙি হে মালিক লও প্রিয় করে।
ভুল চুক পাপ যত মিছে প্রলোভনে,
তোমারে স্মরণ সদা করি তনুমনে।
নিরাকার প্রিয় মোর লতিফ খালিক,
সালাম কারিম তুমি আজিজ মালিক।
সঠিকের লাগি পাঠাইলে কত নবী,
মোহাম্মদ (সঃ) তোমার প্রিয় মহানবী।
উম্মতে মোহাম্মদ মোরা, হে দয়াময়,
ক্ষমা করে দিও রব তোমার কৃপায়।
ক্ষনিকের ধরা মাঝে কভু ভুল হলে,
ক্ষমা কর হে প্রভু অনন্ত পরকালে।