একটি সকাল দাওগো আমায়
একটি সকাল দাও,
একটি সকাল দাও'মা আমায়
একটি সকাল দাও।.............(II)
সকালের ঐ রবির আলো
ধুয়ে সকল আঁধার কালো।.....(II)
রাত পেরিয়ে দিন'যে হল
একটি সকাল দাও,
একটি সকাল দাও'মা আমায়
একটি সকাল দাও।
শুভ্র আলোক রবির কিরণ
সাঁজাই সমাজ মনের মতন,
আদর যতন সোহাগ প্রীতম
ভাল-বাসার প্রীতি অনুপম।
একটি সকাল দাওগো আমায়
একটি সকাল দাও,
একটি সকাল দাও'মা আমায়
একটি সকাল দাও।
হটাব শক্তি দাও'গো খোদা
অভাব জরা দৈন্য ক্ষুধা,
স্বভাব দোষের কু-মন্ত্রনা
সফেদ করে দাও করুনা।
একটি সকাল দাওগো আমায়
একটি সকাল দাও,
একটি সকাল দাও'মা আমায়
একটি সকাল দাও।.............(II)
স্থান: সাভার, ঢাকা।
তারিখ: ০১ জৈষ্ঠ্য ১৪২৫ বঙ্গাব্দ/২৮ শাবান ১৪৩৯ হিজরী/১৫ মে ২০১৮ খ্রীষ্টাব্দ
E-mail: zahidmadaripur@gmail.com
Cell: +882-01715244190